করোনা ভাইরাস COVID-19 প্রতিরোধ বিষয়ক পোস্টার (Bengali) vector

COVID-19 করোনা ভাইরাসজনিত রোগ COVID-19-এর অনুরূপ শ্বাস-প্রশ্বাসজনিত রোগের বিস্তার প্রতিরোধে সহায়তা করুন। অসুস্থ লোকজনের সঙ্গে সরাসরি সংস্পর্শ করা থেকে বিরত থাকুন। আপনার কাঁশি কিংবা হাঁচি টিস্যু পেপার দিয়ে ঢাকুন, তারপর টিস্যু পেপারটিকে আবর্জনা ফেলানোর নির্দিষ্ট স্থানে ফেলুন। আপনার চোখ, নাক, এবং মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। যে সকল বস্তু ও স্থানকে বারংবার স্পর্শ করতে হয়, সেই সকল বস্তু ও স্থানকে পরিস্কার ও জীবাণুমুক্ত করুন। আপনার হাতগুলিকে বারংবার সাবান ও জল দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে ধুয়ে নিন। অসুস্থ অবস্থায় বাড়িতে থাকুন। যখন আপনি অসুস্থ হন, তখন জনসমক্ষে আসবেন না। যদি আপনার মধ্যে এই রোগের লক্ষণ দেখা দেয়, তবে অন্যদের সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য মুখে মাস্ক ব্যবহার করুন। জনাকীর্ণস্থান ও অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকুন। আরো তথ্যের জন্য www.in.gov/isdh/ www.who.int/india/ ওয়েবসাইটে এ যান।
Licentie:
Publiek Domein. Gratis voor persoonlijk en commercieel gebruik. Geen attributie vereist. Meer informatie.
376 downloads